নওগাঁ সদর হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার, ১০টি ফ্লো-মিটার ও ৩টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা প্রদান করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের গৃহিত কর্মকাণ্ডকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে এফবিসিসিআই-এর পক্ষ সভাপতি জসিম উদ্দিনের নির্দেশনায় দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে করোনা ভাইরাস রোগীদের চিকিৎসা ব্যবস্থাকে সহজলভ্য করার লক্ষ্যে এফবিসিসিআই-এর পক্ষ থেকে এই সব উপকরণ বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রোববার দুপুরে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. এবিএম আবু হানিফের কাছে এই উপকরনগুলো হস্তান্তর করা হয়। উপকরণ হস্তান্তর করেন এফবিসিসিআই-এর পরিচালক ও নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল।