তৈরি পোশাক খাতে সরকারের যে নীতিসহায়তা, নগদ প্রণোদনা, বাজেটারি সহায়তা রয়েছে এগুলো সারা জীবন চলতে পারে না। গার্মেন্ট শিল্প যে সহায়তা পায়, এখন বরং সেসব সুবিধা ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে দেওয়া উচিত। কারণ একটা সময় গার্মেন্ট শিল্প ছিল শতভাগ আমদানিনির্ভর। এখন কিন্তু স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ গার্মেন্ট একসেসরিজ যে শিল্প আছে সেগুলোয় গুরুত্ব দিতে হবে। এবং আমাদের ব্যাকওয়ার্ড লিংকেজ যেসব শিল্প আছে, সেগুলো যাতে দেশের চাহিদা মিটিয়ে প্রতিযোগী যেসব দেশ আছে সেখানেও পণ্য রপ্তানি করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
News Source: https://www.bd-pratidin.com/last-page/2020/06/20/540603