ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মহামারীকালে অর্থনীতিকে পুনরুদ্ধারে প্রণোদনা প্যাকেজগুলো দ্রুত বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এজন্য সবার আগে এগিয়ে আসতে হবে ব্যাংকগুলোকে। ব্যাংকগুলো যত দ্রুত ঋণ দেবে, সঙ্কট তত দ্রুত কেটে যাবে।”
তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক ও আমরা (এফবিসিসিআই) একসঙ্গে কাজ করছি। ইতোমধ্যে এফবিসিসিআইতেও একটি ‘হেল্প ডেস্ক’ খোলা হয়েছে। কোনো ব্যবসায়ী-উদ্যোক্তার প্রণোদনা প্যাকেজের ঋণ সংক্রান্ত যে কোনো তথ্যের প্রয়োজন হলে ‘হেল্প ডেস্ক’ থেকে সহায়তা নিতে আমি অনুরোধ করছি।
“সবাই একসঙ্গে কাজ করলে আমরা এই সংকট মোকাবেলা করতে পারব বলে আমি আশা করি।”
News Source: https://bangla.bdnews24.com/economy/article1771369.bdnews