আজ (১৩ জুন ২০২১, রবিবার) হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর ওয়ান স্টপ সার্ভিস-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার, এমপি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব কে এম আলী আজম ও এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট জনাব মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক-এর চেয়ারম্যান জনাব মোঃ মোশ্তাক হাসান, এনডিসি।
