“স্বাধীনতার ৫০ বছর: দিনবদলে ৫০ নারী অগ্রদূত” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মোঃ জসিম উদ্দিন।
শনিবার বিকেলে এফবিসিসিআই মিলনায়তনে উইমেন এন্ট্রাপ্রিনিওয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলেপমেন্ট এসোসিয়েশন (ওয়েন্ড) আয়োজিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাঃ দীপু মনি, এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুনশি, এম.পি.।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোস্তফা আজাদ চৌধুরী বাবু এবং ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ হাবীব উল্লাহ ডন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েন্ড এর সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন।