You are currently viewing Sheikh Fazle Fahim reelected Vice-President of CACCI

Sheikh Fazle Fahim reelected Vice-President of CACCI

  • Post comments:0 Comments

Sheikh Fazle Fahim reelected Vice-President of CACCI

Mr. Sheikh Fazle Fahim, president of Federation of Bangladesh Chambers of Commerce and Industries (FBCCI), got reelected as the Vice-President of the Confederation of Asia Pacific Chambers of Commerce and Industry (CACCI). The approval was made during 92nd Council Meeting of CACCI held through cloud conference today.

Earlier, in 2018, Sheikh Fazle Fahim was elected as Vice-President of CACCI for 2018-2020 at the 32nd CACCI Conference held in Turkey.

Established in 1966, CACCI is a regional organization of apex national chambers of commerce and industry and business associations of 28 countries of Asia and the Pacific. It serves as a forum for promoting the vital role of the businessmen in the Asia and Western Pacific region, increasing regional business interaction and enhancing regional economic growth. It regularly organizes conferences, high level meetings and seminars for enhancing trade and business relations among member countries. It also mediates in exchange of business and investment knowledge, policy advocacy and creating strong network among the business community.

CACCI has Primary Members (national chambers of commerce and industry and associations) from the member countries, including Australia, Azerbaijan, Bangladesh, Brunei, Cambodia, Georgia, Hong Kong, India, Indonesia, Iran, Japan, Korea, Malaysia, Mongolia, Nepal, New Zealand, Pakistan, Papua New Guinea, Philippines, Russia, Singapore, Sri Lanka, Taiwan, Timor-Leste, Tajikistan, Turkey, Uzbekistan and Vietnam.

Presided over by Mr. Samir Modi, current President of CACCI, participants of 92nd Council Meeting conveyed thanks to FBCCI for successfully organizing 32nd Conference at Dhaka in November last Year.

The next CACCI conference is proposed to hold in Singapore in 2021 and extension of nomination submission time for CACCI awards also approved at the meeting.

শেখ ফজলে ফাহিম সিএসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত

২০ নভেম্বর, ২০২০- ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সম্মানিত সভাপতি শেখ ফজলে ফাহিম পুনরায় কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার ক্লাউড কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সিএসিসিআইয়ের ৯২তম কাউন্সিল মিটিংয়ে তাকে এ পদে পুনর্নির্বাচিত করা হয়।

এর আগে ২০১৮ সালে তুরস্কে অনুষ্ঠিত সিএসিসিআইয়ের ৩২তম সম্মেলনে শেখ ফজলে ফাহিমকে ২০১৮-২০২০ মেয়াদে সংগঠনটির ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছিল।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সিএসিসিআই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৮টি দেশের শীর্ষ চেম্বার অব কমার্স এবং এসোসিয়েশনগুলোর একটি সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিকে সম্পর্ক জোরদারে নিয়মিত সম্মেলন, উচ্চ পর্যায়ের বৈঠক ও প্রশিক্ষণ আয়োজনের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে জ্ঞান বিনিময়, নীতি সহায়তা এবং ব্যবসায়ীদের নেটওয়ার্ক তৈরিতে কাজ করে আসছে।

বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া,আজারবাইজান,ব্রুনাই,কম্বোডিয়া,জর্জিয়া, হংকং,ভারত,ইন্দোনেশিয়া,ইরান,জাপান,কোরিয়া,মালয়েশিয়া, মঙ্গোলিয়া,নেপাল,নিউজিল্যান্ড,পাকিস্তান,পাপুয়া নিউগিনি,ফিলিপাইন, রাশিয়া,সিঙ্গাপুর,শ্রীলংকা,তাইওয়ান,পূর্ব তিমুর, তাজিকিস্তান,তুরস্ক, উজবেকিস্তান এবং ভিয়েতনাম এই সংগঠনের সদস্য।

সিএসিসিআইয়ের ৯২তম কাউন্সিল মিটিংয়ে সভাপতিত্ব করেন বর্তমান প্রেসিডেন্ট সামির মোদি। বৈঠকে গত বছরের নভেম্বরে ঢাকায় সফলভাবে ৩৩তম সিএসিসিআই কনফারেন্স অনুষ্ঠানের জন্য এফবিসিসিআইকে ধন্যবাদ জানানো হয়। এসময় বৈশ্বিক মহামারি কোভিড-১৯এর কারণে উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে বর্তমান পর্ষদকে পুনরায় নির্বাচিত করা হয়।

এছাড়া বৈঠকে আগামী বছর (২০২১ সাল) সিঙ্গাপুরে পরবর্তী সিএসিসিআই কনফারেন্স আয়োজন ও সিএসিসিআই পুরস্কারের মনোনয়ন গ্রহণের সময় ৬ মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.