ইন্টারন্যাশনাল ইসলামিক ফুড প্রসেসিং অ্যাসোসিয়েশন (আইএফপিএ) কর্তৃক আয়োজিত ‘Intra-OIC Agri-Food Opportunities & Challenges’ শীর্ষক কনফারেন্সে বাংলাদেশের পক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনকরেন এফবিসিসিআই প্রেসিডেন্ট জনাব মোঃ জসিম উদ্দিন। জনাব জসিম উদ্দিন বলেন, ওআইসির সদস্য রাষ্ট্র হিসাবে বাংলাদেশ মুসলিম বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে ওআইসির কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। এসময় তিনি খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাংলাদেশ সরকারের উন্নয়ন কৌশল এবং নীতি সহায়তা তুলে ধরেন। তিনি ওআইসির সদস্য দেশগুলিকে বাংলাদেশে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প, বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন, রেশমও হিমায়িত খাদ্য উৎপাদন ইত্যাদি খাতে বিনিয়োগেরসুযোগঅনুসন্ধানের আহ্বান জানান। তিনিবলেন, বর্তমান মহামারী পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা, সাপ্লাই চেইন ওকৃষিপণ্যে মূল্যবৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ওআইসির রাষ্ট্রগুলির মধ্যে সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা প্রয়োজন। ফার্ম মেকানাইজেশন, কৃষি-উৎপাদন চক্র, খাদ্য ও খাদ্যজাতপন্যের মান উন্নয়ন যেমন মাছ, পশুপালন, দুগ্ধজাত পণ্য এবং কৃষকেরদক্ষতা উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে ওআইসির সদস্য দেশগুলির বাংলাদেশের সাথে একসাথে কাজ করার অপার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও তিনি হালাল স্ট্যান্ডার্ডাইজেশনের মাধ্যমে মাধ্যমে হালাল ইকোসিস্টেমের বিকাশ, হালাল খাদ্য প্রক্রিয়াকরণে সহযোগিতা, হালাল পরীক্ষা ল্যাব ও হালাল সার্টিফিকেশনে জন্য বাংলাদেশকে সহযোগীতার জন্য ওআইসি দেশগুলোর প্রতি আহ্বান জানান। ইন্টারন্যাশনাল ইসলামিক ফুড প্রসেসিং অ্যাসোসিয়েশন (আইএফপিএ), ওআইসি’র বিশেষায়িত সংস্থা’ইসলামিক অরগানাইজেশন ফর ফুড সিকিউরিটির (আইওএফএস)এর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়।আইএফপিএ’র লক্ষ্য হলো আন্তর্জাতিকআইওএফএস দেশগুলির মধ্যে বিটুবি সহযোগিতা স্থাপনের মাধ্যমে আইওএফএস সদস্য দেশগুলিতে কৃষি বাণিজ্যে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে তোলা।