করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিত সহযোগিতা প্রসংগে।
মার্চ ২৯,২০২০ এফবিসিসিআই/জিএডি/করোনা/৬০৯ সভাপতি/চেয়ারম্যান সকল সদস্য সংস্থা, এফবিসিসিআই বিষয়ঃ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিত সহযোগিতা প্রসংগে। প্রিয় সভাপতি/চেয়ারম্যান, আশাকরি সুস্থ ও নিরাপদ আছেন। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সকলের সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন। আপনি জানেন করোনাভাইরাস জনিত অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় এফবিসিসিআই সরকারের সাথে কাজ করে যাচ্ছে ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এফবিসিসিআই’র সকল পরিচালকদের সমন্বয়ে গঠিত তহবিল থেকে চিকিৎসা ব্যবস্থায় সহযোগীতা দেয়ার লক্ষ্যে আমদানিকৃত স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি প্রাথমিক পর্যায়ে আইইডিসিআর ও অন্যান্য অতি জরুরী সেবা প্রদানকারি সংস্থাকে দেয়া হবে। আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। বিভিন্ন দুর্যোগপূর্ন মুহুর্তে বেসরকারি খাত সর্বদা সহযোগিতার করে থাকে। বর্তমান পরিস্থিতিতেও ইতিমধ্যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সুনামগঞ্জ চেম্বার, রিহাবসহ বেশির ভাগ চেম্বার এবং এসোসিয়েশন বিরাজমান পরিস্থিতিতে সহযোগীতামূলক উদ্যোগ গ্রহন করেছেন। বর্তমান কঠিন পরিস্থিতিতে যার যার অবস্থান থেকে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে আহবান জানাচ্ছি। সহযোগিতা সমবন্টনের স্বার্থে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে নেয়ার অনুরোধ করা হলো। সাবধান ও সুস্থ থাকবেন। ধন্যবাদান্তে, শেখ ফজলে ফাহিম সভাপতি, এফবিসিসিআই অনুলিপিঃ সকল সাধারন পরিষদ সদস্য, এফবিসিসিআই