You are currently viewing Courtesy visit by Commerce Secretary at the renovated Icon Tower on FBCCI President’s behest

Courtesy visit by Commerce Secretary at the renovated Icon Tower on FBCCI President’s behest

  • Post comments:0 Comments

এফবিসিসিআই-এর সংস্কারকৃত আইকন টাওয়ারে সভাপতির সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় সচিবের সৌজন্য সাক্ষাৎ

[ঢাকা, ০৪ অক্টোবর ২০২০]-

ফটো ক্যাপশন: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর সভাপতি শেখ ফজলে ফাহিমের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাতে অংশ নিয়েছেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দীন। বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই-এর নতুনভাবে সংস্কারকৃত আইকন টাওয়ারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব দেশের শীর্ষস্থানীয় বাণিজ্য সংস্থা এফবিসিসিআই-এর নতুনভাবে অত্যাধুনিক রূপে ঢেলে সাজানো আইকন টাওয়ারের এডিআর সেন্টার, টেক সেন্টার, স্কিল ল্যাব, ইকোনমিক অ্যান্ড অ্যাপ্লায়েড রিসার্চ সেন্টার, মাল্টিপারপাস ওয়ার্কশপ/সেমিনার/স্কিলস অডিটোরিয়াম ও কনফারেন্স রুম পরিদর্শন করেন। পরিদর্শন কালে এফবিসিসিআই-এর উল্লেখযোগ্য কাজকর্ম নিয়ে আলোচনা করেন এফবিসিসিআই-এর সভাপতি ও  বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব। এসময় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সহ সভাপতি রেজাউল করিম রেজনু এবং পরিচালক মুনির হোসেন।

Courtesy visit by Commerce Secretary at the renovated Icon Tower on FBCCI President’s behest

[Dhaka, 04 October 2020] –

Photo caption:  Dr. Md. Jafar Uddin, Secretary to the Ministry of Commerce (MoC) of the Government of Bangladesh recently paid a visit to the FBCCI’s newly renovated Icon Tower in the capital’s Motijheel on Thursday (October 1), in response to FBCCI President Sheikh Fazle Fahim’s invitation.

During the visit, the Secretary of the MoC toured the ADR Center, Tech Center, Skill Lab, Economic, and Applied Research Center, Multipurpose Workshop / Seminar / Skills Auditorium, and the Confederation’s modernized bureau. During the visit, the FBCCI President and the MoC Secretary discussed the apex trade body’s noteworthy actions. FBCCI Vice-President Rezaul Karim Rejnu and Director Munir Hossain were also present at the meeting.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.