FBCCI President Sheikh Fazle Fahim paid the newly appointed Bangladesh Ambassador to Kuwait Major General Md Ashikuzzaman a courtesy visit. Fahim congratulated the new ambassador on his ascension to the new responsibility during the meet. A memorandum, on behalf of FBCCI, was handed over to Ashikuzzaman on Sunday. During the occasion, the FBCCI president emphasized on expanding bilateral trade and investment between Bangladesh and Kuwait. The ambassador said he would continue to work closely on bilateral, regional, global and trade issues of Bangladesh-Kuwait common interest. FBCCI Director Md Munir Hossain and Additional Secretary Md Mamunur Rahman along with senior officials of the organisation were also present during the handing over of the memorandum.
Bangla Version:
কুয়েতে নব-নিযুক্ত রাষ্ট্রদূতের সাথে এফবিসিসিআই-এর সভাপতির সৌজন্য সাক্ষাৎ
ফটো ক্যাপশন: কুয়েতে বাংলাদেশের নব-নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম। এ সময় মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে অভিন্দন জানিয়েছেন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম। এফবিসিসিআই-এর পক্ষ থেকে রবিবার নব-নিযুক্ত এই রাষ্ট্রদূতকে স্মারকলিপি প্রদান করা হয়। শেখ ফজলে ফাহিম বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের উপর গুরত্ব আরোপ করেন। নব-নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান বলেন বাংলাদেশ-কুয়েত স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক, বৈশ্বিক এবং বাণিজ্যিক ইস্যুগুলো নিয়ে সামনের দিনগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবো। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই ডিরেক্টর মো: মুনির হোসাইন ও এ্যাডিশনাল সেক্রেটারি মো: মামুনুর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।