টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প পুনরুদ্ধারে সিডব্লিউইআইসি-এর সমর্থনের আহ্বান এফবিসিসিআই সহসভাপতির
সহযোগিতাই রাখতে পারে মূখ্য ভূমিকা
[ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২০]- মহামারীর ধ্বংসাত্মক প্রভাব থেকে শ্রীলংকা, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো কমনওয়েলথ দেশেগুলোর টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের পুনরুদ্ধারে সহায়তা প্রদানের লক্ষ্যে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (সিডব্লিউইআইসি)-এর উদ্যোগে আজ “সিডব্লিউইআইসি সেক্টর ওয়েবিনার: টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি” শীর্ষক একটি ওয়েবিনার আয়োজন করা হয়।
ওয়েবিনারে এফবিসিসিআই-এর সহসভাপতি মোঃ সিদ্দিকুর রহমান এবং বিজিএমইএ-এর সভাপতি রুবানা হক সহ দেশের উৎপাদন, লজিস্টিক, ক্রেতা ও খুচরা বিক্রেতাসহ সরকার ও ব্যবসায়ী নেতাদের একটি প্যানেল শিল্প প্রতিষ্ঠানসমূহের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি এই সমস্যাগুলো সমাধানের আহ্বান জানান। ওয়েবিনার সঞ্চালনা করেন সিডব্লিউইআইসি-এর ডেপুটি চেয়ারম্যান স্যার হুগো সুইয়ার।
ওয়েবিনার প্যানেলিস্ট হিসেবে এফবিসিসিআই-এর সহসভাপতি মোঃ সিদ্দিকুর রহমান বলেন, “দেশের শিল্প খাতের অগ্রগতি পুনরুদ্ধার করতে সাপ্লাই চেইন, যাতায়াত, পণ্য পরিবহণ, উৎপাদন, আমদানি-রপ্তানি, তারল্য ও অর্থ সরবরাহ বৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপত্তা খাতকে সহায়তা প্রদানের লক্ষ্যে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে এফবিসিসিআই তার সক্রিয় এডভোকেসির মাধ্যমে বিস্তৃত পরিসরে আর্থিক ও অ-আর্থিক ব্যবস্থা সহ আর্থ-সামাজিক এজেন্ডা নিয়ে আগামী তিন বছরের জন্য একটি শক্তিশালী রোডম্যাপ প্রণয়নে সহায়তা করেছে।
তিনি আরও বলেন, “এছাড়াও ফ্রন্টলাইনার ও প্রান্তিক গোষ্ঠীসহ সরকারকে সহায়তা করার জন্য একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিলো। আমরা খুব অল্প সময়ের মধ্যে ৯০ থেকে ১০০ মিলিয়ন ফেস মাস্ক তৈরি করতে পেরেছি। এছাড়াও এফবিসিসিআই বাণিজ্যিক কর্মকর্তা, শিল্প ও অন্যান্য ব্যবসায়িক খাতের জন্য কোভিড-১৯ এফবিসিসিআই স্বাস্থ্য পরামর্শক প্রোটোকলও তৈরি করেছে, যাতে করোনাভাইরাস পরিস্থিতিতেও লজিস্টিক, খুচরা, কৃষি সহ বিভিন্ন খাতের কার্যক্রম পুনরায় চালু করা যেতে পারে।”
সরকারের প্রশংসা করে সিদ্দিক আরও বলেন, “অর্থ সরবরাহ, ব্যাংকিংয়ে তারল্য বৃদ্ধি, সাড়ে ৪ কোটি মানুষের খাদ্য সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী এবং ৫০ লাখ পরিবারে নগদ অর্থ প্রদান করতে জন্য সরকারী ব্যয় বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২.১ বিলিয়ন মার্কিন ডলারের সামগ্রিক আর্থিক প্রণোদনা প্যাকেজ প্রদান করেছেন, যার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীসহ ব্যবসা, রপ্তানি, কৃষি ও অন্যান্য খাতে ব্যাপক পরিসরে সহায়তা প্রদান করা হচ্ছে। সংকটের সময়ে প্রণোদনা প্যাকেজ ঘোষণা সরকারের তাত্ক্ষণিকতা ও বিচক্ষণ প্রতিক্রিয়ার একটি অংশ ছিল।”
সাপ্লাই চেইন ব্যাহত হওয়া সম্পর্কে শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই-এর সহসভাপতি বলেন, “এটি একটি বৈশ্বিক সমস্যা। এই সংকটে আমরা সবাই একসঙ্গে এগিয়ে চলেছি। এই অভূতপূর্ব সঙ্কট থেকে উত্তরণের জন্য একসাথে কাজ করা এবং একে অন্যকে সহযোগিতা করা জরুরী। এই সংকট কাটিয়ে উঠতে সিডব্লিউইআইসিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।”
সিডব্লিউইআইসি প্ল্যাটফর্মটি ব্যবহার করে কমনওয়েলথ দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে রুবানা হক বলেন, “কেবলমাত্র যুক্তরাজ্য থেকে প্রায় ৫২৬ মিলিয়ন মার্কিন ডলার অর্ডার বাতিলের কারণে আমাদের জন্য প্রাথমিক অবস্থা বেশ ভয়াবহ হয়ে উঠেছিল। অন্যদের তুলনায় আমাদের পরিস্থিতি একেবারেই ভিন্ন ছিল, কারণ আমাদের ৪.১ মিলিয়ন শ্রমিক সরাসরি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে প্রণোদনা প্যাকেজের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং আমাদের দেশের প্রাণোচ্ছল মানুষগুলো আমাদের দ্রুত পুনরুদ্ধার করতে সহায়তা করেছে। ”
তিনি আরও বলেন “কমনওয়েলথের মাত্র আটটি’র মতো দেশ বাংলাদেশ থেকে সোর্সিং করে থাকে। এর মধ্যে মোট সোর্সিং ১০ বিলিয়নও অতিক্রম করে না, যেখানে কমনওয়েলথ দেশগুলো ৫১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের পোশাক আমদানি করে বিশ্বের অন্যান্য দেশ থেকে। আমাদের অবশ্যই হতাশ হয়ে বসে না থেকে সকলের সহযোগিতাকে পুঁজি করে কাজ করতে হবে। আমরা ইতোমধ্যে যুক্তরাজ্যের একাধিক ব্র্যান্ডের সাথে আলোচনা করছি এবং আমরা শীঘ্রই ভালো ফলাফল দেখতে পাওয়ার আশা করছি।”
FBCCI VP calls for CWEIC’s support
Collaboration to be key in the recovery of the textile and garment industry
[Dhaka, 23 September 2020]- To support the recovery of the Textile and Garment Industry of Commonwealth Countries like Sri Lanka, Bangladesh, India, and Pakistan from the devastating impact of the pandemic, the Commonwealth Enterprise and Investment Council (CWEIC), on Wednesday, hosted a webinar titled, ‘CWEIC Sector Webinar: Textiles and the Garment Industry.’
Md Siddiqur Rahman, the Vice President of FBCCI, and Rubana Huq, the President of BGMEA alongside a panel of government and business leaders including manufacturing, logistics, buyers, and retailers convened to identify the key issues facing the industry and proposed solutions in the webinar moderated by Sir Hugo Swire, the Deputy Chairman of CWEIC.
Md Siddiqur Rahman, the Vice President of FBCCI as a panelist in the webinar stated, “FBCCI’s proactive advocacy since February 2020, helped formulate a wise roadmap to recovery for the next three years in a broad gauge of socio-economic agenda including fiscal and non-fiscal measures to support the supply chain, transport, logistics, production, export-import, improving liquidity and money supply, health and safety, etc..
“Additionally philanthropic initiatives to aid frontliners and marginalized groups & goodwill gestures to multiple governments were taken, we pivoted very quickly to making 90 to 100 million face masks in a very short period. FBCCI also formulated Covid19 FBCCI Health Advisory Protocols for the Commercial Officers, Industries, and other business sectors to reopen in the coronavirus situation including logistics, retail, agriculture,” he added.
Praising the Govt. of Bangladesh’s economic interventions Siddiq further said, “The government expenditure for money circulation, increasing the banking liquidity, social safety net program with food aid to 45 million people & Cash Transfer to 5 million families were Hon’ble Prime Minister Sheikh Hasina’s comprehensive financial stimulus package worth total US$ 12.1bn to extensively support businesses, exports, agriculture and informal sector including the marginalized communities. The stimulus package was a part of the Government’s quick and judicious response to the crisis.”
Regarding the disruption of the supply chain, the Vice President of the apex trade body FBCCI stated, “The disruption was global. We are all in this together. As we move forward it is important to work and collaborate together to recover from this unprecedented crisis and I would urge and request CWEIC to be proactive on the matter”
Highlighting the need for collaboration among the Commonwealth nations utilizing the CWEIC platform, Rubana Huq said, “The initial scenario for Bangladesh was apocalyptic as we were slammed with order cancelations amounting up to $526 million from the UK alone. Our situation was incomparable to anyone else as we had 4.1 million workers who were directly affected by the disruption. But with the Prime Minister’s intervention through the stimulus package and the resilient community of Bangladesh has helped us recover faster.”
“Hardly eight countries of the Commonwealth naturally sourced from Bangladesh. Of that the major total sourcing does not even cross 10 billion and whereas Commonwealth Imports over 51 billion dollars’ worth of only apparels from the rest of the world. We must acknowledge that all of us have to work together on collaborated competition in contrast to a knee-jerk reaction. We are already in discussion with multiple brands from the UK and we are hoping to see good results soon”, she added