You are currently viewing Finnish companies keen on bilateral trade with Bangladesh

Finnish companies keen on bilateral trade with Bangladesh

  • Post comments:0 Comments

Finnish companies keen on bilateral trade with Bangladesh

FBCCI Cloud Conference ® with Finland Chamber of Commerce

[Dhaka 19 November 2020]- Finnish companies are keen on availing bilateral solutions in close partnership with Bangladeshi counterparts, with the Finland Chamber of Commerce (FCC) eagerly waiting to engage with FBCCI (Federation of Bangladesh Chambers of Commerce and Industry) alongside Trade Ministries; in the upcoming ‘Bilateral Business Event’ on 9th December.

Mr. Juho Romakkaniemi, the President and CEO of FCC, made the remarks during an FBCCI Cloud Conference ® on Wednesday titled ‘Bilateral Trade and Investment Opportunities in the Ongoing Global Pandemic and Beyond,’ followed by the FBCCI President Sheikh Fazle Fahim’s welcome speech.

“We have to agree on some principal ideas and agendas together in our coming engagements. The many Finnish companies that are bringing technology to Bangladesh through investments, we are more than happy to present them with opportunities in the field of the circular economy, energy, forest, logistic, and digital services industry; where we have the most opportunities for bilateral trade,” said the FCC President.

In his welcome speech the FBCCI President said, “Although Bangladeshi products enjoy DFQF facility in Finland under the EU GSP (EBA) policy, our bilateral trade with Finland remains far below potential.”

The current bilateral trade trend between the two nations shows a significant decline of 47.44% in bilateral trade, from US$244mn in FY18-19 to US$165.61mn in FY2019-20. Meanwhile, imports decreased from US$204mn in FY 18-19 to US$130.9mn in FY19-20. Exports in the same period declined by US$4.79mn.

Highlighting the current standing of bilateral trade and proposing to explore trade recovery and diversification, the FBCCI President underscored prospective products entailing leather and footwear products, specialized textiles, light engineering products, FMCG, agro-processed products, diversified jute products as an alternative to plastics, generic pharmaceuticals, and health-protective equipment.

Fahim also conveyed identifying bilateral value chain initiatives exploring Finland’s cutting-edge technology support in ICT, startup ecosystem, skills, ADR, applied research, among others.

Mr. Timo Vuori, Senior Executive Vice President, Finland Chamber of Commerce, and Ms. Jenni Isola, Secretary General of Finland-ASEAN Business Association also spoke during the FBCCI Cloud Conference™ conveying their interest in bilateral trade with Bangladesh.

During the webinar, the FBCCI president praised the attendees on FBCCI Impact 4.0, entailing the FBCCI ADR Centre, Tech Centre, and Skill Lab; the FBCCI Institute; FBCCI University, the Economic Applied Research Centre; which has been launched by the current FBCCI board as the federation’s capacity enhancements for attaining roadmap to LDC and SDG 2030.

 

ফিনিশ কোম্পানিগুলো বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহী

ফিনল্যান্ড চেম্বার অব কমার্সের সাথে এফবিসিসিআই-এর ক্লাউড সম্মেলন

 [ঢাকা, ১৯ নভেম্বর, ২০২০]- বাংলাদেশের সাথে গভীর সম্পর্ক স্থাপনের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ফিনল্যান্ডের কোম্পানিসমূহ। আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ‘বাইল্যাটেরাল বিজনেস ইভেন্ট’-এ এফবিসিসিআই (ফেডারশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত হওয়ার অপেক্ষায় আছে ফিনল্যান্ড চেম্বার অব কমার্স (এফসিসি)।

বুধবার অনুষ্ঠিত ‘বাইল্যাটেরাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ ইন দ্য অনগোয়িং গ্লোবাল প্যানডেমিক অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক এফবিসিসিআই ক্লাউড কনফারেন্সে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের স্বাগত বক্তব্য শেষে আগ্রহের বিষয়টি উত্থাপন করেন এফসিসি-এর প্রেসিডেন্ট ও সিইও জুহো রোমাক্কানিয়েমি।

এফসিসি-এর প্রেসিডেন্ট বলেন, “আমাদের আসন্ন সম্পৃক্ততায় কিছু মূল ধারণা ও এজান্ডার বিষয়ে উভয় পক্ষকেই সম্মত হতে হবে। যেসব ফিনিশ প্রতিষ্ঠান বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে প্রযুক্তি সুবিধা নিয়ে আসবে, তাদেরকে এমন গতিশীল অর্থনীতি, শক্তি, বনানী, লজিস্টিক এবং ডিজিটাল সার্ভিস ইন্ডাস্ট্রি খাতে এমন সুযোগ সুবিধা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং এখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের সর্বোচ্চ সুযোগ-সুবিধা রয়েছে।”

এফবিসিসিআই সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন, “যদিও বাংলাদেশী পণ্যগুলো ইউরোপীয় ইউনিয়নের জিএসপি (ইবিএ) নীতিমালার অধীনে ফিনল্যান্ডে শুল্কমুক্ত প্রবেশ সুবিধা পেয়ে থাকে, কিন্তু ফিনল্যান্ডের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য তুলনামূলক সম্ভাবনার চেয়ে অনেক কম।”

বর্তমানে উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল ২৪৪ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৯-২০ অর্থবছরে ৪৭.৪৪% হ্রাস পেয়ে হয়েছে ১৬৫.৬১ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে। কমেছে আমদানি-রপ্তানিও। ২০১৮-১৯ অর্থবছরে আমদানি ছিল ২০৪ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৯-২০ অর্থবছরে হয়েছে ১৩০.৯ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে রপ্তানি কমেছে ৪.৭৯ মিলিয়ন মার্কিন ডলার।

দ্বিপাক্ষিক বাণিজ্যের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি বাণিজ্য পুনরুদ্ধার ও বৈচিত্র্য খুঁজে বের করা প্রসঙ্গে প্লাস্টিক, জেনেরিক ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্য সুরক্ষামূলক সরঞ্জামের বিকল্প হিসাবে পাটজাতীয় পণ্যসমূহ, চামড়া ও পাদুকা পণ্য, বিশেষায়িত টেক্সটাইল, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, এফএমসিজি, কৃষি-প্রক্রিয়াজাত পণ্যসমূহের সম্ভাবনার বিষয় উপস্থাপন করেন এফবিসিসিআই সভাপতি।

আইসিটি, স্টার্ট-আপ ইকোসিস্টেম, স্কিলস, এডিআর, অ্যাপ্লাইড রিসার্স সহ সংশ্লিষত খাতে ফিনল্যান্ডের কাটিং-এজ প্রযুক্তি সহায়তার ক্ষেত্রে দ্বিপাক্ষিক ভ্যালু চেইন ইনিশিয়েটিভের বিষয়টি চিহ্নিত করেন ফাহিম।

ক্লাউড কনফারেন্সে এফসিসি-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টিমো ভৌরি এবং ফিনল্যান্ড-আসিয়ান বিজনেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল জেনি ইসোলা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ প্রকাশ করেন।

এফবিসিসিআই সভাপতি সম্মেলনে অংশগ্রহণকারীদের সামনে এফবিসিসিআই ইমপ্যাক্ট ৪.০ সম্পর্কে অবহিত করেন, যার মধ্যে আছে এফবিসিসিআই এডিআর সেন্টার, টেক সেন্টার, স্কিল ল্যাব, এফবিসিসিআই ইনস্টিটিউট, এফবিসিসিআই ইউনিভার্সিটি, ইকোনমিক অ্যান্ড অ্যাপ্লায়েড রিসার্চ সেন্টার, মাল্টিপারপাস ওয়ার্কশপ/সেমিনার/স্কিলস অডিটোরিয়াম ও বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সাথে পার্টনারশিপে ফেডারেশনের সক্ষমতা বৃদ্ধি এবং এলডিসি ও এসডিজি ২০৩০ বাস্তবায়নের রোডম্যাপ ইত্যাদি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.