Accelerating the Trillion Dollar Journey

THE FEDERATION OF BANGLADESH CHAMBERS OF COMMERCE & INDUSTRY

Accelerating the Trillion Dollar Journey

১. প্রতিটি স্ট্যান্ডিং কমিটির ১ জন চেয়ারম্যান এবং কমপক্ষে ৪ জন কো-চেয়ারম্যান থাকবেন। 
২. পরিচালনা পর্ষদের একজন পরিচালক স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর-ইন-চার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন। 
৩. কমিটির চেয়ারম্যান সভার কার্য পরিচালনা করবেন।
৪. সর্বনি¤œ ৭ জন সদস্যের উপস্থিতিতে সভার কোরাম হবে। স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যানগণ সাব কমিটির কনভেনর হবেন। সাব-কমিটিগুলিতে সদস্য সর্বোচ্চ ১০ জন থাকবেন। সাব-কমিটিতে ৬ জন সদস্যের উপস্থিতিতে সভার কোরাম হবে। সাব-কমিটি তাঁদের সুপারিশ স্ট্যান্ডিং কমিটি বরাবরে পেশ করবে।
৫. কমিটির ডাইরেক্টর-ইন-চার্জ কমিটির সিদ্ধান্তগুলি বোর্ড সভায় উপস্থাপন ও তা বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন। কমিটির ডাইরেক্টর-ইন-চার্জ সভাগুলিতে উপস্থিত থাকবেন ও কমিটিতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিবেন।
৬. কমিটির চেয়ারম্যান ডাইরেক্টর-ইন-চার্জ এর সাথে আলোচনা করে সভার তারিখ নির্ধারন করবেন। কমিটি এজেন্ডা অনুযায়ী সভা পরিচালনা করবে। সভার নোটিশ, এজেন্ডা ও আনুষাঙ্গিক কাগজপত্রাদি সভা অনুষ্ঠানের অন্ততঃ ৭ দিন পূর্বে এফবিসিসিআই-এর অফিস বেয়ারার ও কমিটির সদস্যদের নিকট প্রেরণ করতে হবে।
৭. কমিটির সভায় চেয়ারম্যান সভাপতিত্ব করবেন এবং কার্যবিবরনী ও সিদ্ধান্তে স্বাক্ষর করবেন।
৮. চেয়ারম্যানের অনুপস্থিতিতে ডাইরেক্টর-ইন-চার্জ এর সম্মতিক্রমে যে কোন একজন কো-চেয়ারম্যান সভায় সভাপতিত্ব করবেন।
৯. কো-চেয়ারম্যানদের অনুপস্থিতিতে উপস্থিত সদস্যদের একজন সভায় সভাপতিত্ব করবেন।
১০. ডাইরেক্টর-ইন-চার্জ কোন কারনে সভায় অনুপস্থিত থাকলে কমিটির চেয়ারম্যান ও এফবিসিসিআই সচিবালয় ডাইরেক্টর-ইন-চার্জ-কে সভার আপডেট অবহিত করবেন।
১১. কমিটির চেয়ারম্যান অথবা কো-চেয়ারম্যান পরপর ৩টি সভায় অনুপস্থিত থাকলে ডাইরেক্টর-ইন-চার্জ তা এফবিসিসিআই-এর সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি-কে অবহিত করবেন। এফবিসিসিআই-এর অফিস বেয়ারারগণ সভাপতির সম্মতিক্রমে এ সংক্রান্ত পরিবর্তনের নির্দেশনা দেবেন।
১২. প্রতি ২ মাসে কমিটির অন্ততঃ একটি সভা অনুষ্ঠান নিশ্চিত করতে হবে। কোন কমিটি সভা করতে ব্যর্থ হলে সভাপতি মহোদয়ের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট চেয়ারম্যান-কে অপসারণ করা যাবে। কমিটির কার্যক্রমে সহায়তার জন্য সাব-কমিটিসমূহ কমিটির ডাইরেক্টর-ইন-চার্জ ও চেয়ারম্যানের লিখিত সম্মতি নিয়ে সভা করতে পারবেন। 
১৩. কমিটির পূর্ণাঙ্গ বা অন্তবর্তীকালীন সিদ্ধান্ত/সাজেশন (প্রস্তাব) কমিটির ডাইরেক্টর-ইন-চার্জের মাধ্যমে সভাপতি বরাবর পেশ করতে হবে।
১৪. স্ট্যান্ডিং কমিটিগুলো বিভিন্ন ঃৎধফব ভধপরষরঃধঃরড়হ বিষয়গুলোতে কাজ করবে। বেসরকারী খাতের বিভিন্ন তথ্য উপাত্ত, মতামত ও সুপারিশ প্রনয়ন করবে এবং তা এফবিসিসিআই-তে পেশ করবে।
১৫. স্ট্যান্ডিং কমিটিতে কোন পলিসি ইস্যু, সুপারিশ, মতামত সভাপতি/পরিচালনা পর্ষদের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে বিবেচিত হবে এবং পরবর্তীতে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/দপ্তর/কর্তৃপক্ষের নিকট পেশ করা হবে।
১৬. স্ট্যান্ডিং কমিটির সভা রুদ্ধদ্বার (পষড়ংবফ ফড়ড়ৎ) হবে। সভায়  সাংবাদিক, প্রেস মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রবেশাধিকার থাকবে না। কমিটির সভার প্রেস রিলিজ, ফটোরিলিজ বা মতামত মিডিয়ার নিকট এফবিসিসিআই সংশ্লিষ্ট কমিটির অনুমতি সাপেক্ষে এফবিসিসিআই সচিবালয়ের মাধ্যমে ইস্যু করা যেতে পারে।
১৭. স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও সদস্যগণ তাঁদের নিজস্ব প্যাড ইত্যাদিতে এফবিসিসিআই-এর লোগোসহ কমিটির পরিচয় ব্যবহার করতে পারবেন না। 
১৮. স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও সদস্যগণ এফবিসিসিআই-এর লোগো ব্যবহার করবেন না। স্যোশাল মিডিয়া, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় স্ট্যান্ডিং কমিটির পরিচয় ব্যবহার করে প্রচারনা, কোন বক্তব্য বা মতামত দেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে এফবিসিসিআই-এর অবস্থানের আলোকে এফবিসিসিআই-কে অফিসিয়ালি অবগত করে প্রয়োজনীয় সম্মতি নিতে হবে। 
১৯. স্ট্যান্ডিং কমিটির সাচিবিক সহায়তা এফবিসিসিআই সচিবালয় হতে দেয়া হবে।
২০. সভা অনুষ্ঠানের ৭ কার্যদিবসের মধ্যে সভার কার্যবিবরনী অফিস বেয়ারারদের নিকট পেশ করতে হবে।
 

Recommendation of Standing Committees
NOMINATION FORM